সিরাজগঞ্জে কনকনে শীত, হিমেল হাওয়া ও ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। এতে এ অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে গরিব ও অসহায় মানুষের এখন কাহিল অবস্থা। এ শীত নিবারণে শহর বন্দরসহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র কেনার হিড়িক পড়েছে। সংশ্লিষ্ট স‚ত্রে জানা যায়, কয়েকদিন ধরে এ অঞ্চলে তীব্র শীত ও কুয়াশার প্রভাব বাড়ছে। এ তীব্র শীত ও হিমেল হাওয়া অব্যাহত রয়েছে। তবে শুক্রবার ভোররাত থেকে সকাল ৯ টা পর্যন্ত কুয়াশায় ছিল ডাকা।
এ সময়ে মহাসড়কে ধীরগতিতে চলাচল করেছে যানবাহন এবং দ‚রপাল্লার বাস হেডলাইট জ্বালিয়ে চলাচল করে। এ তীব্র শীতে জনসমাগম কমে গেছে জেলা ও উপজেলা শহরসহ বিভিন্ন স্থানে। এ শীত নিরারণে শহর বন্দরের বিভিন্ন দোকানসহ ফুটপাতে শীতবস্ত্র কেনার ভিড় জমে উঠেছে এবং মূল্য বৃদ্ধির কারণে অনেক গরিব ও অসহায় পরিবার ফিরে যাচ্ছে খালি হাতে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, ভোররাত থেকে ঘন কুয়াশায় মহাসড়কে ধীরগতিতে চলাচল করছে যানবাহন এবং দূরপাল্লার বাস হেড লাইট জ্বালিয়ে চলাচল করে। এ পরিস্থিতি নিয়ন্ত্রনে মহাসড়ক পথে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন, ইতিমধ্যেই জেলার সবকয়টি উপজেলার বিভিন্ন স্থানে গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করা হয়েছে। এছাড়া সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।